How you safe your eyes from your computer?
চোখ বাঁচিয়ে computer এ কাজ করো!!!!!!!
তাবলে আমারা চোখ বাঁচাতে কম্পিউটার ছেড়ে দেবো না, চোখ বাঁচিয়ে কাজ করবো,
কম্পিউটার ছেড়ে দিলে পৃথিবী টা যে থেমে যাবে, তাকেও তো বাঁচাতে হবে।
অনেক জ্ঞান দিলাম। এবার কাজের কথায় আসি। আমি একটা software share করবো, যা দিয়ে আপনি সহজেই আপনার মূল্যবান চোখ বাঁচাতে পারবেন, আর ডাক্তার এর কাছে যেতে হবে না। না এটি মিথ্যা নয় এক্কেবারে সত্যি। আমি নিজে এটা ব্যবহার করি এবং কাজ পেয়েছি। সফটওয়্যার টি সত্যি কাজের। সফটওয়্যার টির সাইজে খুব ছোট কিন্তু কাজে খুব powerful.
Software টি এক পলকেই install হয়, আর কোনো ঝামেলাই নেই। আর আপনাকে কোন রকম বিরক্তও করবে
না, নিজের মত কাজ করে যাবে, কম্পিউটার কে slow করে না। আপন মনে চলতে থাকে। automatic computer
screen adjust করে, যেমন সকালে
এক রকম, দুপুরে, বিকালে, রাত্রি তে এক রকম। কারো উপকারে এলে আমার ভালো লাগবে।