How you safe your eyes from your computer?

How you safe your eyes from your computer?



চোখ বাঁচিয়ে computer এ কাজ করো!!!!!!!
বর্তমান সময়ে আমারা কম্পিউটার মানব হয়ে গেছি, কোনো কাজ কম্পিউটার ছাড়া হয় না। আর যারা নেট এ বসি তারা সারাদিন facebook, chat, social network করে সারাদিন কাটিয়ে দিই, কখন যে সময় তা পার হয়ে যায় তা বুঝতে পারি না। কিন্তু আমারা নিজেরাই জানি না যে অজান্তে কখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। সারাদিন কম্পিউটার এ বসে থাকার ফলে চোখ টা কখন খারাপ হতে চলেছে তা কেউ কি জানে? Screen resolution আমরা কেউ adjust করি না। screen যত চক চক করবে মনিটর ততো ভালো। পিকচার দেখতে ভালো লাগবে, কিন্তু এর ফলেই দেখা দেয় চোখের নানা রকম সমস্যা। চোখ জ্বালা করে, চোখের জল শুকিয়ে যায়, তাই আমাদের অল্প সময়েই মূল্যবান চোখ দুটি হারাতে হয়, নয় ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হয়, তাই আগে থেকে সচেতন হলে ক্ষতি কি?
তাবলে আমারা চোখ বাঁচাতে কম্পিউটার ছেড়ে দেবো না, চোখ বাঁচিয়ে কাজ করবো, কম্পিউটার ছেড়ে দিলে পৃথিবী টা যে থেমে যাবে, তাকেও তো বাঁচাতে হবে।


অনেক জ্ঞান দিলাম। এবার কাজের কথায় আসি। আমি একটা software share করবো, যা দিয়ে আপনি সহজেই আপনার মূল্যবান চোখ বাঁচাতে পারবেন, আর ডাক্তার এর কাছে যেতে হবে না। না এটি মিথ্যা নয় এক্কেবারে সত্যি। আমি নিজে এটা ব্যবহার করি এবং কাজ পেয়েছি। সফটওয়্যার টি সত্যি কাজের। সফটওয়্যার টির সাইজে খুব ছোট কিন্তু কাজে খুব powerful.
Software টি এক পলকেই install হয়, আর কোনো ঝামেলাই নেই। আর আপনাকে কোন রকম বিরক্তও করবে না, নিজের মত কাজ করে যাবে, কম্পিউটার কে slow করে না। আপন মনে চলতে থাকে। automatic computer screen adjust করে, যেমন সকালে এক রকম, দুপুরে, বিকালে, রাত্রি তে এক রকম। কারো উপকারে এলে আমার ভালো লাগবে।

To Download click here


Related Posts
Previous
« Prev Post